আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: গয়েশ্বর

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জিয়াউর রহমানের খেতাবটা কিন্তু যুদ্ধের। দেশটা কিন্তু ভাষণে স্বাধীন হয়নি, যুদ্ধ করে স্বাধীন হয়েছে। কিসের যুদ্ধ ছিল? গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। তা আমাদের এই গণতন্ত্র বক্তৃতায় আসবে না, যুদ্ধে আনতে হবে। সেই যুদ্ধটাই আমাদের শুরু করতে হবে। সেই যুদ্ধের ফলাফল হবে গণতন্ত্র পুনরুদ্ধার।’

গতকাল রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। জেড ফোর্সের অধিনায়ক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম পদক বাতিলের প্রতিবাদে তারা এই আলোচনা সভার আয়োজন করে।

গয়েশ্বর বলেন, ‘আমাদের লক্ষ্য অর্জনের পথে সাহসের সঙ্গে পথ চলতে হবে। অনেকে বলে শেখ হাসিনা একটার পর একটা আইটেম দেয় আমাদের ব্যস্ত রাখার জন্য। আমাদের কিন্তু এখন ব্যস্ত থাকার প্রয়োজন নেই, অনেক আইটেম নিয়ে মাথা ঘামানোরও দরকার নেই।’

তিনি বলেন, ‘ওই হীরক রাজার দেশের যে একটা স্লোগান ছিল- রশি ধরে মারো টান, রাজা হবে খান খান। আমাদের ওই জায়গায় থাকতে হবে।’

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘আমি শহীদ জিয়াউর রহমানের পক্ষে। আমার মতে, খুনিদের বিপক্ষে জিয়াউর রহমান বীরপুরুষদের একজন ছিলেন।’

‘তুমি কে? এই খেতাব কেড়ে নেয়ার প্রস্তাব দেয়ার তুমি কে? তুমি তো যুদ্ধ করো নাই। বুকের রক্ত ঢেলে দিতে যারা রণাঙ্গনে ছিল তারা সেই বীরউত্তম, বীরপ্রতীক, বীরবিক্রম। তুমি কে- এ কথা আপনাদের সবাইকে এখন থেকে বেশি বেশি করে বলতে হবে। আজ থেকে আমরা শপথ করি- আমরা জিজ্ঞাসা করবো, তুমি কে?’

তিনি বলেন, ‘এই সরকার রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের তাদের চক্ষুশূল মনে করে, এই সরকার রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে জানে না, এই সরকার মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, এই সরকার মুক্তিযুদ্ধকে ধারণ করে না।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com