অনিয়মের অভিযোগ তুলে জীবননগরে বিএনপি প্রার্থীর ভোট বর্জন
চুয়াডাঙ্গার জীবননগর পৌর নির্বাচনে কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. শাহাজাহান কবির।
রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৯টার সময় জীবননগর উপজেলা বিএনপির কার্যালয় ও ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. শাহাজাহান কবির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমি মো. শাহাজাহান কোবির জীবননগর পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছিলাম। প্রশাসন আমাকে বারবার নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ভোট শুরু হওয়ার ভোটকেন্দ্রে আমার কোনো এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি।
তিনি আরও বলেন, প্রশাসনের কাছে জানালে তারা বলেন যে, উপরের নির্দেশ আছে। প্রতিটা কেন্দ্রে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মেরে নিতে দেখেছি। আওয়ামী লীগ ও প্রশাসন পরস্পরের সহযোগিতায় প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। এ কারণে আমি এই প্রহসনের
নির্বাচন বর্জন করছি।