কাদের সাহেব বেশি কথা বলা ঠিক না: মির্জা আব্বাস

0

বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে’– আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘র্যা ব-পুলিশ-বিজিবি পেটোয়া বাহিনী ছাড়া আওয়ামী লীগ এক মিনিটও ক্ষমতায় টিকে থাকতে পারবে না। পারলে পুলিশ ছাড়া রাজপথে নামুন। তাই বেশি কথা বলা ঠিক না কাদের সাহেব।’

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এ সভার আয়োজন করা হয়।

মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন– আন্দোলন করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে’। আমরা বলতে চাই, বিএনপি আন্দোলন করার আগেই তো আপনারা ভয় পেয়ে গেছেন, গ্রেফতার-ধরপাকড় শুরু করেছেন। দাঁতভাঙা জবাব যে দেবেন, আপনাদের কামড় দেয়ার সেই দাঁত কি আছে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই– ছোট্ট একটা মটরশুটি কামড় দেয়ার ক্ষমতাও আওয়ামী লীগের নেই।’

পেঁয়াজ নিয়ে বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, পেঁয়াজ মন্ত্রী কিছুদিন আগে একটা ভালো ও সত্য কথা বলেছেন। তিনি বলেছেন, ভারত পেঁয়াজ নিয়ে আমাদের ধাপ্পা দিয়েছে। আর তিনি নিরুপায় হয়েই এ কথা বলেছেন। তাকে ধন্যবাদ তিনি একটা সত্য কথা বলেছেন।

আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com