পৌরসভা নির্বাচন: আখাউড়ায় প্রকাশ্যে ইভিএমের ভোট

0

প্রথম ইভিএমের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভিড় করছেন।

 

সকাল সাড়ে ৯টার দিকে আখাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্রে গিয়ে দেখা যায়, নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর লোকজন ইভিএম মেশিন গোপন কক্ষের বাইরে রেখে প্রকাশ্যে ভোট দিচ্ছেন।

এ ব্যাপারে জানতে চাইলে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল কুদ্দস বলেন, আমি শোনার পর ইভিএম মেশিনটি ভেতরে রেখে আসি। সার্বিক পরিস্থিতি বর্তমানে ভাল আছে।

আখাউড়া উপজেলা সহকারী নির্বাচন অফিসার জহিরুল আলম বলেন, পৌরসভায় মোট ১১টি ভোটকেন্দ্রে ১১ জন প্রিজাইডিং অফিসারের পাশাপাশি ৮২ জন সহকারী প্রিজাইডং অফিসার এবং ১৬৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন। ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, বিজিবিসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com