ধানের শীষের পিরিত থাকলে ভোট কেন্দ্রে আসার প্রয়োজন নেই: আ’লীগ নেত্রী

0

বিএনপির কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে সরকার দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে। তবে তৃণমূলের বিভিন্ন নেতা-কর্মীর সাথে এবার যোগ দিয়েছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। সম্প্রতি ঠাকুরগাঁও পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে নৌকার এক প্রচারণা সভায় মাহমুদা বেগম বিরোধী দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘যাদের মনে ধানের শীষের পিরিত আছে তারা ১৩ তারিখে ঠাকুরগাঁও ছেড়ে চলে যাবেন। ১৩ তারিখ সন্ধ্যার পরে তাদের ঠাকুরগাঁওয়ে দেখতে চাই না। তাদের ভোট কেন্দ্রে আসার কোনো প্রয়োজন নেই। ভোট কেন্দ্রে তারাই যাবে, যারা নৌকা, নৌকা আর নৌকা।’

তবে সরকার দলীয় এ নেত্রীর হুমকিকে উপেক্ষা করে ভোটের দিন ভোট দেয়া শেষে কেন্দ্রের বাইরে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে ধানের শীষের নেতা-কর্মীরা।

আজ ১৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পৌর নির্বাচন। এ নির্বাচনে নৌকার প্রার্থী ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আঞ্জুমান আরা বন্যার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম নেতৃত্বে মহিলা আওয়ামী লীগের একটি দল ঠাকুরগাঁও অবস্থান করছেন। বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নিয়ে তারা প্রকাশ্যে বিরোধী দলের নেতা-কর্মীদের হুমকি দিচ্ছেন।

অপর এক সভায় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম বলেন, ‘ঠাকুরগাঁওয়ের রাস্তায় কাল থেকে কোনো ধানের শীষের পোস্টার আমরা দেখেতে চাই না। ধান বলে কোনো কথা নেই। আছে শুধু নৌকা আর নৌকা। যদি ধান থাকে তাহলে ধরে নেব ঠাকুরগাঁওয়ে কোনো আওয়ামী লীগ নেই।’

এ ব্যাপারে ধানের শীষের প্রার্থী শরিফুল ইসলাম শরিফ জানান, ‘আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্যে এমন হুমকিতে সাধারণ ভোটাররা আতঙ্কে রয়েছে। তারা কেন্দ্রে গিয়ে ভোট দিতে আগ্রহী। কিন্তু তাদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেবে আওয়ামী লীগ। কিন্তু আমরা ভোটারদের বলতে চাই, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিন। আমরা আপনাদের পাশে আছি। আমরা কেউ ঠাকুরগাঁও ছেড়ে যাইনি যাবো না।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com