পুলিশি হামলার প্রতিবাদে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল

0

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

গতকাল শনিবার সন্ধ্যার পর রাজধানীর মহাখালী চেয়ারম্যান বাড়ি থেকে বনানী পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় মহানগর বিএনপির নেতা তারিকুল ইসলাম তেনজিং, গোলাম কিবরিয়া, ফারুক আহমেদ, সুমনসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.