পুলিশের বাধায় বিএনপির সমাবেশ ভণ্ডুল, ইশরাকসহ কয়েকজন আহত
জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশে পুলিশের বাধায় বেশ কয়েকজন আহত হয়েছে। এ সময় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যের শেষের দিকে পুলিশি হামলায় বিএনপির প্রতিবাদ সমাবেশটি পণ্ড হয়। এসময় ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাকসহ অর্ধশত নেতাকর্মী আহত হন।