জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির কর্মসূচি

0

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই কর্মসূচির কথা জানান।

রিজভী বলেন, ‘মহান স্বাধীনতার ঘোষক, প্রথম সেক্টর ও ফোর্সেস কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব প্রত্যাহারের সরকারি হঠকারি ও অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে ১৩ ফেব্রুয়ারি শনিবার ঢাকাসহ দেশের সব মহানগরীতে এবং ১৪ ফেব্রুয়ারি রোববার দেশের সব জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করা হবে।

তিনি জানান বলেন, ঢাকায় এই প্রতিবাদ কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান রিজভী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com