নয়াপল্টনে রিজভীর নেতৃত্বে ফের মশাল মিছিল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব প্রত্যাহারে সরকারি হঠকারী ও অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে
বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর নয়াপল্টন এলাকায় আবারও মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
শুক্রবার (১২ ফেব্রয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনের সামনে এসে শেষ হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকর্মীদের উদ্যোগে এ মশাল অনুষ্ঠিত হয়।
এ সময় মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বিপ্লব, ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন, ছাত্রদল নেতা আবিদ কামাল রুবেল প্রমুখ।
এর আগে গত ১০ ফেব্রয়ারি জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা) কর্তৃক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ওই দিন সন্ধ্যায় রিজভীর নেতৃত্বে রাজধানীর পল্টন এলাকায় মশাল মিছিল বের করলে পুলিশ তাতে হামলা করে বেশ কয়েকজনকে আটক করে।
এ ঘটনার পরের দিন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নিপুণ রায় চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা করেছে পুলিশ। মামলার এজাহারে বিএনপির অজ্ঞাত আরও ১০০/১২০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।