বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ
বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির উদ্যোগে বরিশাল নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আপরদিকে বেলা ১১টায় সাংবাদিক মাইনুল হাসান সড়কে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করে বরিশাল উত্তর জেলা বিএনপি।
বরিশাল উত্তর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুস ছত্তার খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মেহেন্দিগঞ্জ পৌর বিএনপি সভাপতি জিয়া উদ্দিন সুজন, মুলাদী উপজেলা বিএনপি সহ-সভাপতি অ্যাডেভোকেট তরিকুল ইসলাম দিপু, হিজলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডেভোকেট নুরুল আলম রাজু, উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি কবীর উদ্দিন আফসারী ও উত্তর জেলা যুবদল নেতা সাইফুল ইসলাম সুজনসহ ছাত্রদল নেতা নজরুল ইসলাম প্রমুখ।