বিএনপির মশাল মিছিলে পুলিশের হামলা

0

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সন্মানসূচক (বীর উত্তম)খেতাব বাতিলের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বুধবার সন্ধ্যায় পুরানা পল্টন মোড় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়। একপর্যায় পুলিশের হামলা ও লাঠি পেটায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সাধারন সম্পাদক গোলাম মওলা শাহীন, কাউসার, সোহেলসহ ৫-৬জন নেতা-কর্মী আহত হয়েছে। এ সময় পুলিশ যুবদল নেতা শরীফসহ ৪জনকে গ্রেফতার করেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়াও মিছিলে অংশ নেন নির্বাহী কমটিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়, আসাদুল করিম শাহীন সহ শতাধিক নেতাকর্মী।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, মিছিলটি পুরানা পল্টন মোড় থেকে কাকরাইল মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ অতর্কিত মিছিলে হামলা করে ৫-৬জনকে আহত করে। এ সময় পুলিশ ৪জন নেতাকর্মীকে আটক করেছে বলেও দাবি করেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com