জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলে মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব প্রত্যাহারের সিদ্ধান্তকে ষড়যন্ত্রমূলক দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
বুধবার(১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা জানান সংগঠনটির নেতারা।
তারা বলেন, আমরা এইসব তোষামদকারীদের মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ীদের হুঁশিয়ার করে বলতে চাই, এইসব নোংরামি বন্ধ করুন এবং রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাসের প্রতি আনুগত্য প্রদর্শন করুন। অন্যথায় আগামী দিনে কঠিন বিচারের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকুন।
বিবৃতিদাতারা হলেন—মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, সহ সভাপতি হাজী আবুল হোসেন, মিজানুর রহমান বীর প্রতীক, প্রকৌশলী নজরুল ইসলাম, মোকশেদ আলী মঙ্গোলিয়া, অধ্যাপক আব্দুল কাইয়ুম, প্রকৌশলী আব্দুল হালিম, মোস্তফা শাহাবুদ্দীন রেজা, শহীদ বাবলু, এইচ.আর সিদ্দিকী সাজু, মোস্তফা কামাল, কাজী নাছির আহমেদ, মো. শরীফ আলী, আব্দুল হাকিম, অ্যাড. সুলতান আলম মল্লিক, জাহাঙ্গীর কবির, আব্দুল জব্বার, মো. সিরাজ উদ্দীন প্রমুখ।