যুব সমাজের দৃঢ় ইচ্ছাশক্তি ও পরিশ্রমে ইরাকের ভবিষ্যত নির্মিত হবে: ইরানের সর্বোচ্চ নেতা

0

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরাকি যুব শ্রেণির দৃঢ় ইচ্ছাশক্তি, আকাঙ্ক্ষা ও পরিশ্রমে দেশটির ভবিষ্যত গঠিত হবে।

তিনি গতকাল (মঙ্গলবার) ইরাকের তরুণ ও যুব সমাজের উদ্দেশে লেখা এক বার্তায় এ মন্তব্য করেন। তিনি বলেন, আমি তোমাদেরকে ইরাকের জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের সুসংবাদ দিচ্ছি; যে ভবিষ্যত গঠিত হবে তোমাদের অদম্য ইচ্ছাশক্তি, আকাঙ্ক্ষা ও পরিশ্রমের মাধ্যমে।

ইসলামি ইরানের সর্বোচ্চ নেতা তাঁর বাণীতে বলেন, আমি তোমাদের জন্য দোয়া করছি এবং মহান আল্লাহ তায়ালার কাছে এই কামনা করছি যে, তিনি যেন তোমাদেরকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করেন এবং সিরাতুল মুস্তাকিমে অটল ও অবিচল রাখেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com