দীর্ঘ আলোচনায় যা বললেন বাইডেন-মোদী

0

আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এই প্রথম ফোনে কথা হলো জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। টেলিফোনে বাইডেন-মোদীর দীর্ঘ আলোচনায় কি কি বিষয় উঠে এসেছে তা নিয়ে আলোচনার পরে টুইট করে জানিয়েছেন নরেন্দ্র মোদী। টুইটে মোদী লিখেছেন, পরিবেশ থেকে মিয়ানমারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে তাদের দুজনের মধ্যে।

সোমবার রাতে টুইটে মোদী বলেছেন, অভ্যন্তরীণ বিষয় এবং দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বস্তুত ট্রাম্পের আমলে ভারতের সঙ্গে বিশেষ নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত মধুর হয়েছিল। চীনের বিরোধীতা করতে গিয়ে ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ক অনেক দূর বিস্তৃত করেছিলেন।

ভারতকে ট্রাম্প যে গুরুত্ব দিয়েছেন, বাইডেন তা দেবেন না বলেও অনেকে মনে করছেন। সোমবার মোদী-বাইডেন কথায় অবশ্য সে ইঙ্গিত মেলেনি। তাদের মধ্যে ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়েও আলোচনা হয়েছে।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের শক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ট্রাম্প। সেখানে চীনের শক্তি কমাতে ভারত, জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গে জোট তৈরি করেছিল আমেরিকা।এ বৈঠকেও এ বিষয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে। একই সঙ্গে মিয়ানমারের সাম্প্রতিক প্রসঙ্গও উঠেছে।

মোদী টুইটে লিখেছেন, ‘রুলবেসড ইন্টান্যাশনাল অর্ডার’ রক্ষার জন্য দুটি দেশই সরব হবে। এখানে মিয়ানমারের প্রসঙ্গ প্রচ্ছন্ন ভাব উল্লেখ করা হয়েছে বলে মনে করছেন অনেকে। তবে আমেরিকা জানিয়েছে, মিয়ানমার নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা হয়েছে।

পরিবেশ ও জলবায়ু নিয়েও বৈঠকে বাইডেন ও মোদীর মধ্যে আলোচনা হয়েছে। এছাড়া বিশ্ব পরিবেশ রক্ষায় দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com