ইরান ও উ. কোরিয়া ২০২০ সালে ক্ষেপণাস্ত্র সহযেগিতা পুনরায় শুরু করেছে: জাতিসঙ্ঘ রিপোর্ট

0

ইরান ও উত্তর কোরিয়া ২০২০ সালে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে পুনরায় সহযেগিতা শুরু করেছে। জাতিসঙ্ঘের এক রিপোর্টে এ কথা বলা হয়।

রিপোর্টে নিশ্চিত করে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়া নানাভাবে পরমাণু প্রস্তাব লঙ্ঘন করে যাচ্ছে।
জাতিসঙ্ঘ বিশেষজ্ঞদের একটি স্বাধীন প্যানেলের এই বার্ষিক রিপোর্ট সোমবার নিরাপত্তা পরিষদে জমা দেয়া হয়।

এতে উল্লেখ করা হয়, তেহরান উত্তর কোরিয়ার সাথে এ ধরণের ক্ষেপণাস্ত্র সহযোগিতার কথা অস্বীকার করেছে।

তবে অজ্ঞাত এক সদস্য রাষ্ট্রের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়েছে, এ দুটি দেশ দূর পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পে পুনরায় সহযেগিতার কাজ শুরু করেছে। এতে গুরুত্বপূর্ণ পার্টস হস্তান্তরের বিষয়টিও রয়েছে।

রিপোর্ট তৈরি করা এসব বিশেষজ্ঞ পিয়ংইয়ংয়ের ওপর আরোপিত নিষেধজ্ঞার বিষয়টিও দেখভাল করে।
উত্তর কোরিয়ার বিষয়ে এসব বিশেষজ্ঞ বলছে, পিয়ংইয়ং পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি অব্যাহত রেখেছে, যা জাতিসঙ্ঘ প্রস্তাবের লঙ্ঘন।

এদিকে গত ২১ ডিসেম্বর বিশেষজ্ঞদের এক চিঠির জবাবে তেহরান বলেছে, এই তদন্ত রিপোর্টে মিথ্যা ও বানায়োট তথ্য ব্যবহার করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com