আন্দোলনকারী কৃষকদের ‘পরজীবী’ বললেন মোদি

0

ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনকারী কৃষকদের ‘পরজীবী’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া আন্দোলনকারীদের ‘ছুড়ে ফেলতে হবে’ বলেও হুঁশিয়ারি দেন তিনি। সোমবার ভারতের জাতীয় সংসদে রাষ্ট্রপতি ভাষণের জবাবে ধন্যবাদ দেয়ার সময় কৃষক আন্দোলন নিয়ে মোদি এসব কথা বলেন। খবর আনন্দবাজার পত্রিকার।

আন্দোলনকারী কৃষক ও তাদের সমর্থকদের উদ্দেশ্যে মোদি বলেন, ‘আমরা শ্রমজীবী শব্দটা শুনেছি। কিন্তু এখন একটা নতুন প্রবণতা এসেছে ‘আন্দোলনজীবী’। এই আন্দোলনজীবীদের থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে। দেশকে বাঁচাতে হবে। এই আন্দোলনজীবীদের চিহ্নিত করতে হবে। কারণ এরাই দেশের অগ্রগতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই আন্দোলনজীবীরাই দেশের পরজীবী। এই পরজীবীদের তুলে ছুড়ে ফেলে দিতে হবে।’

মোদি বলেন, পরিবর্তন আনা জরুরি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আগানোও প্রয়োজন। কিন্তু সেই অগ্রগতির পথে আজ বাধা সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরও বলেন, আন্দোলন হতেই পারে। কিন্তু এর পাশাপাশি কৃষকদেরও বোঝানো উচিত যে দেশের অগ্রগতির জন্য পরিবর্তন আনা জরুরি। কিন্তু তা না করে বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে।

মোদি বলেন, ‘এক সময় এই সংস্কারের পক্ষে অনেকেই ছিলেন। আজ যখন মোদি সরকার এই সংস্কার কার্যকর করতে চলেছে, সেই ব্যক্তিরাই এখন অন্য কথা বলছেন।’

রেকর্ড পরিমাণ উৎপাদনের পরেও ভারতের কৃষিব্যবস্থায় অনেক সমস্যা আছে বলে মন্তব্য করেন মোদি। তবে সেই সমস্যার সমাধান সবাই মিলে করা উচিত বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নেয়া উচিত। পিছনে ঠেলে দেয়া নয়। বিরোধী হোক বা আন্দোলনকারী সকলে মিলে এই সংস্কারকে এক বার কার্যকর হওয়ার সুযোগ দিন।’

উল্লেখ্য, গত বছর নতুন পাস হওয়া তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে নভেম্বর থেকে আন্দোলন করছেন ভারতের কৃষকরা। আন্দোলনের অংশ হিসেবে শনিবার দেশের প্রায় সকল প্রদেশের প্রধান মহাসড়কগুলোতে ট্রাক্টর ও ট্রাক রেখে অবরোধ তৈরি করেন তারা। এদিন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত বলেছেন, নতুন পাস হওয়া কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত কৃষকরা ঘরে ফিরবে না। আন্দোলন বাতিল করতে সরকারকে ২ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com