ব্রিটেনে চীনের রাষ্ট্রীয় টিভির সম্প্রচার বন্ধ
যুক্তরাজ্য সরকার চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) এর লাইসেন্স বাতিল করেছে। এ ঘটনার পর চীনও পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছে।
ব্রিটেনের সম্প্রচারমাধ্যম নিয়ন্ত্রক প্রতিষ্ঠান অফকম গত বৃহস্পতিবার জানায়, ‘লাইসেন্সটি স্টার চায়না মিডিয়া লিমিটেড অবৈধভাবে নিয়েছিল এমন উপসংহারে আসার পর’ তারা সিজিটিএন এর লাইসেন্স প্রত্যাহার করে নিয়েছে।
অফকম জানায়, চ্যানেলটি যা তৈরি করে তার জন্য স্টার মিডিয়া লিমিটেড ‘সম্পাদকীয় দায়িত্ব’ পালন করেনি, ফলে লাইসেন্স ধরে রাখার মতো আইনি শর্ত তারা মেনে চলতে পারেনি।
অফকম আরও জানায়, স্টার সিজিটিএন এর সরবরাহকারী হওয়ার চেয়ে স্টার মূলত পরিবেশক হিসেবেই কাজ করছিল।
তবে, যুক্তরাজ্যের এ সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার প্রতিবাদ জানিয়েছে চীন। সিদ্ধান্তটি ‘রাজনৈতিক কারণে’ নেয়া হয়েছে বলেও মন্তব্য করেছে দেশটির সরকার।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, একদিকে ব্রিটিশ পক্ষ গণমাধ্যমের স্বাধীনতাকে সমর্থন করে। অন্য দিকে তারা প্রকৃত কারণগুলোকে উপেক্ষা করে ব্রিটেনে সিজিটিএন এর লাইসেন্স বাতিল করে দিল।
এই সিদ্ধান্তকে অশোভন দ্বৈতনীতি এবং রাজনৈতিক নিপীড়ন বলেও মন্তব্য করেন তিনি।