যুবককে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল

0

পটুয়াখালীর মহিপুরে রায়হান (২২) নামের এক যুবককে গাছে সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি জানতে পারে রায়হানের পরিবার।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রায়হানের বাবা আবুল কাশেম মিয়া এলাকার ইমাম সিকদার, মসিউর, ইমরান, বিপ্লব শীলসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের নাম উল্লেখ করে মহিপুর থানায় অভিযোগ করেন।

এদিকে অভিযোগের দুইদিন অতিবাহিত হলেও অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রায়হানের পারিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে শ্বশুর বাড়ি তালতলির উদ্দেশ্যে রওনা দেয় রায়হান। এ সময় তার সঙ্গে মোটরসাইকেল, একটি মোবাইল ফোনসহ নগদ এক লাখ টাকা ছিল।

সন্ধ্যায় তার স্ত্রী ফোন করে অবস্থান জানতে চাইলে মোবাইলের অপরপ্রান্ত থেকে ধস্তাধস্তির আওয়াজ শুনতে পান। এ সময় সংযোগ বিচ্ছিন্ন করে ফোনটি বন্ধ করে দেয়া হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

রাতে স্থানীয় শাজাহান শিকদারের মাধ্যমে তার বাবা আবুল কাশেম ফেসবুকে একটি ভিডিও দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। ভিডিওতে দেখা যায়- বেশ কয়েকজন যুবক রায়হানের হাত-পা বেঁধে অকথ্য ভাষায় গালগালসহ এলাপাথাড়ি মারধর করছে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.