মেয়র আইভী পরিবারের বিরুদ্ধে মন্দিরের সম্পত্তি দখলের অভিযোগ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও তাঁর পরিবারের বিরুদ্ধে শত কোটি টাকা মূল্যের একটি মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলের প্রতিবাদে নারায়ণগঞ্জে গণসমাবেশ হয়েছে। সমাবেশে যে কোনো মূল্যে মেয়র ও তাঁর পরিবারের কবল থেকে ওই মন্দিরের সম্পত্তি উদ্ধারের শপথ নেন প্রতিবাদকারীরা। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, মেয়র আইভীকে কোনোভাবেই ধর্মীয় উপাসনালয়ে হাত দিতে দেওয়া হবে না।
গতকাল বিকালে শহরের দেওভোগ এলাকায় জেলা হিন্দু সম্প্রদায়ের ব্যানারে আয়োজিত ‘শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দির’ ও মন্দিরের দাবিকৃত সম্পত্তি জিউস পুকুর এলাকায় গণসমাবেশে বক্তারা এসব কথা বলেন।