নির্বাচনের পরে ৩৫ বিধায়ক নিয়ে বিজেপিতে যোগ দেওয়ার ছক কষেছিলেন শুভেন্দু

0

সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ‍‍‍বন্দ্যোপাধ্যায় এমপি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে বলেছেন, ‘বিধানসভা নির্বাচনের পরে উনি ৩৫ জন বিধায়ক নিয়ে বিজেপিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার ছক কষেছিলেন। তুমি একা চালাক আর আমরা বোকা?’ তিনি (শনিবার) পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উনি নিজে স্বীকার করেছেন ২০১৪ সাল থেকে আমি অমিত শাহের (বিজেপির সাবেক সভাপতি) সঙ্গে যোগাযোগে আছি। সেই জন্যই তো ভরসা করিনি। যে মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করে, যে মানুষের সাথে বেইমানি করে তাঁকে কী ছেড়ে কথা বলা উচিত?’

অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেন,  ‘আর যাই হোক, মেদিনীপুর বশ্যতা স্বীকার করতে পারে না। এই মাটিকে যারা কালিমালিপ্ত করেছে, তাদের বিতাড়িত করতে হবে। বিশ্বাসঘাতকদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এমন আওয়াজ তুলুন, যাতে শান্তিকুঞ্জ থরথর করে কাঁপে। মেদিনীপুরের আবেগ নিয়ে যে ছেলেখেলা করেছেন, তার জবাব দিতে হবে। মেদিনীপুরের ঐতিহ্য নিয়ে কথা বলছে, লজ্জা করে না?’

‘মেদিনীপুরের মাটিকে কলুষিত করতে উনি বিজেপিতে যোগ দিয়েছেন। বলছেন, আমি অকৃতদার, আসলে উনি অকৃতজ্ঞ’ বলেও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com