নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে গ্রেফতার করেছে পুলিশ
ঢাকার সাভারে নিজ গার্মেন্টস কারখানার এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই নারীকে শনিবার ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
আটককৃতের নাম মো: আব্দুল কাইয়ুম (৪৩)। তিনি সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লায় অবস্থিত বাংলার মাট অ্যাপারেলস অ্যান্ড প্রিন্টিংয়ের মালিক।
জানা যায়, সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লায় বাংলার মাট অ্যাপারেলস অ্যান্ড প্রিন্টিং কারখানার মালিক তার কারখানায় কর্মরত হেলপার পদের এক নারী শ্রমিককে দীর্ঘ দিন থেকে ধর্ষণ করে আসছিলেন। ঘটনাটি জানাজানি হলে ওই নারী নিজে কারখানার মালিককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
সাভার মডেল থানর (এসআই) মো: তাহমিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার ওই গার্মেন্টস শ্রমিক কারখানার হেলপার পদে চাকরি করতেন। ভিকটিমকে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।