এখন থেকে ইসরাইলের বিরুদ্ধে আইসিসির কাছে বিচার চাইতে পারবেন ফিলিস্তিনীরা

0

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারের আওতায় আসলো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনের পশ্চিমতীর এবং অবরুদ্ধ গাজা উপত্যকা।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) জারি করা এক রুলে আইসিসি কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনের পশ্চিমতীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেম এখন থেকে এ আদালতের এখতিয়ারের মধ্যে আনা হয়েছে। এ রুলের কারণে এখন থেকে আন্তর্জাতিক এ আদালতে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিচার চাইতে পারবে ফিলিস্তিনি সরকার।

১৯৬৭ সালে ৬ দিনের আরব- ইসরাইল যুদ্ধের পর থেকে ফিলিস্তিনের দখলকৃত এলাকায় নির্বিচারে শিশু হত্যা থেকে শুরু করে স্থানীয়দের জমি দখল করে সেখানে অবৈধ ইহুদি বসতি গড়ে আসছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

যুগের পর যুগ ধরে ইহুদিবাদী দেশটি ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ নৃশংসতা চালিয়ে আসলেও এর বিচার পর্যন্ত চাইতে পারছে না পশ্চিমতীর, গাজা ও জেরুজালেমের বাসিন্দারা।

২০১৫ সাল থেকে ইসরাইল-ফিলিস্তিনির মধ্যে সংগঠিত সংঘাতের তদন্ত করে আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি ফ্যাতু বেনসুদা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com