হস্তান্তরের আগেই ধসে পড়েছে গৃহহীনদের জন্য বরাদ্দ ঘর
মুজিব বর্ষ উপলক্ষে দেয়া বরগুনায় ভূমি ও গৃহহীনদের জন্য বরাদ্দ করা ঘর, হস্তান্তরের আগেই ধসে পড়েছে। স্থানীয়রা বলছেন, নিম্নমানের সামগ্রী আর যেনতেন ভাবে নির্মাণের ফলে এমন অবস্থা। যদিও মিস্ত্রির গাফিলতি আর নোনা পানিকে দুষছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বরগুনার আমতলী উপজেলার বেহালা গ্রামের ৭১ বছর বয়সী বিধবা উর্মিলা রাণী। ৩০ বছর আগে মারা গেছেন স্বামী। নেই কোনো ছেলে সন্তান। মেয়ে দুটিও কাজ করেন অন্যের বাড়ি।
ঘর পেয়েও স্বস্তি মেলেনি উর্মিলা রাণীর। নির্মাণকালেই দুদফা ধসে পড়ে। অভিযোগ নিম্নমানের নির্মাণ সামগ্রী। শুধু তাই নয়, ঘর পেতে টাকা নেয়ার অভিযোগও তার।
এ বিষয়ে জানতে চাইলে অজুহাতের শেষ নেই ঠিকাদারের। আর তদারকির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান দায় চাপালেন মিস্ত্রি আর লবণাক্ত পানির ওপর।