গভীর রাতে ইশরাকের শীতবস্ত্র বিতরণ
রাজধানীতে গভীর রাতে হতদরিদ্রদের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শুক্রবার রাত ১২টার দিকে রাজধানীর গেণ্ডারিয়ার ধুপখোলা মাঠ সংলগ্ন মেয়র সাঈদ খোকন কমিউনিটি সেন্টারের সামনে থেকে কম্বল ও শীতের পোষাক বিতরণ শুরু করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পরে রাত ১টা পর্যন্ত আশপাশের এলাকার দরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণ চলে।
কম্বল বিতরণকালে গেণ্ডারিয়া এলাকার এক বৃদ্ধ রিকশাচালক আবেগে আপ্লুত হয়ে ইশরাক হোসেনকে বলেন, ‘বাবা ৩৫ বছর এই এলাকায় থাকি। তোমার বাবাও অনেক ভালো মানুষ ছিলেন। আল্লাহ তোমারে বাঁচিয়ে রাখুক। আমি তোমার জন্য দোয়া করি।’
এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সাবেক কাউন্সিলর মকবুল ইসলাম খান টিপু, আব্দুল কাদির, বিশিষ্ট শিল্পপতি ড. শাহীন আহমেদ মুহিবসহ শতাধিক নেতাকর্মী।