ইসলামী ছাত্রশিবিরের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

0

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশে র‌্যালিসহ  সপ্তাহব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে দলটি।

সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকাশ এবং ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা করে এই সংগঠনটি। এরপর থেকে হাটি হাটি পা করে ৪৪ বছরে পদার্পণ করলো শিবির।

প্রতিষ্ঠার শুরু থেকে ছাত্রশিবির তার লক্ষ্য-উদ্দেশ্যে অটল অবিচল থেকে এগিয়ে চলেছে। বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণসহ ছাত্র সমাজের সকল সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি কর্মসূচীর মধ্যে রয়েছে:

⦿ মেধাবী ও দরিদ্র ছাত্রদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার প্রদান।

⦿ মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান।

⦿ অদম্য মেধাবীদের সহযোগিতা প্রদান।

⦿ সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে প্রীতিভোজ।

⦿ কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান।

⦿ ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান।

⦿ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেয়ালিকা প্রকাশ।

⦿ রচনা, কুইজ, বিতর্ক, বক্তৃতা ও ক্রীড়া প্রতিযোগিতা।

⦿ ফ্রি চিকিৎসা ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

⦿ শহীদ ও আহত-পঙ্গুত্ববরণকারী পরিবারের সাথে সাক্ষাৎ।

⦿ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময়।

⦿ অনলাইন দাওয়াতি দশক পালন করা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com