ট্রাম্পকে গোয়েন্দা তথ্য দিতে চান না বাইডেন

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ ছাড়লেও রীতি মেনে কিছু গোয়েন্দা তথ্য পেয়ে থাকেন সাবেক প্রেসিডেন্টরা। কিন্তু যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবার ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এ রীতির পরিবর্তন চান। সিবিএস ইভনিং নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, তিনি সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করেন না। অন্য সাবেক প্রেসিডেন্টের মতো তাকেও গোয়েন্দা তথ্য দেওয়া হোক- এটা তিনি চান না।

বাইডেনের ঠিক কী নিয়ে উদ্বেগ জানতে চাইলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি এটার কোনো দরকারই নেই (ট্রাম্পকে গোয়েন্দা তথ্য জানানো)। এটার কী অর্থই বা বহন করবে ট্রাম্পের জন্য? যেটা হতে পারে তা হলো তিনি (ট্রাম্প) হয়তো মুখ ফসকে বেফাঁস কিছু বলে ফেলবেন।

যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ক্যাপিটল হিলে গত ৬ জানুয়ারি হামলা করে ট্রাম্প সমর্থকরা। এতে ইন্ধন আছে- এমন অভিযোগে ট্রাম্পকে এরইমধ্যে দ্বিতীয়বারের মতো সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিসংশিত করা হয়েছে। আগামী সপ্তাহে সিনেটে বিচার শুরু হবে ট্রাম্পের। সেদিকে ইঙ্গিত করে বাইডেন ট্রাম্পের দায়িত্বজ্ঞানহীন আচরণেরও সমালোচনা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com