পশ্চিমতীরে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করল ইসরাইল

0

ফিলিস্তিনের পশ্চিম তীরে আবারও এক নিরস্ত্র ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইহুদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, খালেদ নোফাল নামের ওই কিশোরকে শুক্রবার সকালে গুলি করে হত্যা করা হয়। নিহত ফিলিস্তিনির মরদেহ এখনো ইসরাইলি বাহিনীর কাছে রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আনাদোলু খবরে জানিয়েছে, পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতির কাছাকাছি তার মৃতদেহ পড়ে থাকে। ইসরাইলি সেনাদের ওই জায়গায় অবস্থান নিতে দেখা যায়। নিহত ফিলিস্তিনির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পশ্চিম তীরে ৫ লাখ ইহুদি অবৈধভাবে বসবাস করে। দিনের পর দিন ফিলিস্তিনিদের ভূমিতে দখলদারিত্ব চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী। এর প্রতিবাদ করতে গেলেই দমন-পীড়নের স্বীকার হতে হয় ফিলিস্তিনিদের। এমনকি তাদের ওপর গুলি চালাতেও দ্বিধা করে না ইহুদিবাদী ইসরাইলি বাহিনী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com