তারেক রহমানের সাজার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের একটি আদালতে সাজা দেয়ার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা কুমিল্লায় বিক্ষোভ মিছিল করে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। এ সময় মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলের নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন কায়সার।
এ সময় অন্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, কুমিল্লা দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও স্বেচ্ছাসেবক দলের নেতা মোবারক হোসেন।
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন কায়সার বলেন, যত ষড়যন্ত্র ও মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক রায় দেয়া হোক না কেন দেশের ১৮ কোটি জনগণের হৃদয় থেকে তারেক রহমানের নাম মুছে ফেলা যাবে না।
তিনি আদালতের এ রায়ের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার নির্দেশিত এই রায় বাতিল করা না হলে কুমিল্লাসহ সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে। তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে নগরীতে যুবদলের দুটি গ্রুপও বিক্ষোভ মিছিল বের করে।