আধুনিক বিশ্বের সঙ্কট উত্তরণে রাসুল সা:-এর আদর্শ অনুসরণই একমাত্র উপায়: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সীরাতুন্নবী সা:-এর উপর সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে ওই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আধুনিক বিশ্বের সকল সঙ্কট উত্তরণে রাসুল সা:-এর আদর্শ অনুসরণই একমাত্র উপায়। সকল সঙ্কট মোকাবেলা করে বাংলার সবুজ ভূখণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়। তারই ধারাবাহিকতায় প্রত্যেক মুসলমানকে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।’
এ ছাড়া ইনসাফভিত্তিক ইসলামী সমাজব্যবস্থা ছাড়া মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে না। তাই সাবার সম্মিলিত প্রচেষ্ঠায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়া সম্ভব। তিনি এই কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে উদাত্ত আহ্বান জানান।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড: শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মানারাত ইসলামী ইউনিভার্সিটির সাবেক ভিসি অধ্যাপক ড: চৌধুরী মাহমুদ হাসান, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়নুল আবেদিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট ড: হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, অধ্যাপক মোকাররম হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামাল হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে জনশক্তি, শুধী-শুভাকাঙ্ক্ষীবৃন্দ অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘সর্বকালের সর্বক্ষেত্রে শ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মোহাম্মদ সা:। তিনি মানবতার মূর্ত প্রতীক। আমাদের বাংলাদেশসহ পৃথিবী যেসব সমস্যায় নিমজ্জিত, তার একমাত্র সমাধান দিতে পারে ইসলাম ও রাসুল সা:-এর সুন্নাহ। সাধারণ মানুষকে রাসুল সা:-এর সিরাতকে জানার ও বোঝার সুযোগ করে দিতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’
তিনি বিশ্ব মানবতার মুক্তির জন্য সবাইকে ইসলাম ও রাসুল সা:-এর সুমহান আদর্শের দিকে ফিরে আসার আহ্বান জানান।
সিরাত পাঠ প্রতিযোগিতা-২০২০-এ তিনটি গ্রুপে বিজয়ী ১৫ জনকে নগদ অর্থসহ সিরাতগ্রন্থ এবং বিশেষ পুরস্কার প্রাপ্ত ১৫ জনকে সিরাতগ্রন্থ পুরস্কার প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি