দেশ এখন মাফিয়াদের নিয়ন্ত্রণে, আইন-আদালত সবকিছু চলছে তাদের নির্দেশে: রিজভী

0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ এখন মাফিয়াদের নিয়ন্ত্রণে চলে গেছে। আইন-আদালত সবকিছু চলছে তাদের নির্দেশে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, আদালতকে কব্জায় নিয়ে তারা যা খুশি তাই করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত তাকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com