দাঙ্গাবাজ, লুটেরাবাজ বিজেপি’র কোনও ঠাঁই নেই: মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘দাঙ্গাবাজ’, ‘লুটেরাবাজ’ বিজেপি’র কোনও জায়গা নেই। তিনি (বুধবার) আলীপুরদুয়ারে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
মমতা বলেন, ‘বিদায় দিন, বিদায় দিন, বিজেপিকে বিদায় দিন। এরা দেশ বেচে দেবে। এরা জনজাতি বেচে দেবে। এরা বাচ্চা বেচে দেবে। এরা ধর্ম বেচে দেবে। এরা জাতপাতের নামে বিবাদ বাধাবে। এরা সবকিছু করতে পারে। মনে রাখবেন দাঙ্গাবাজ, লুটেরাবাজ বিজেপি’র কোনও জায়গা নেই।’
তৃণমূল ত্যাগ করে রাজ্যের একাধিক নেতা সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়ায় মুখ্যমন্ত্রী তার সমালোচনা করে বলেন, ‘কেউ কেউ এদিক-ওদিক দৌড়ে বেড়াচ্ছে। যে দুর্নীতি করেছে, সে তো পালিয়ে যাবেই। আমি সব জানি, কে কী করেছে। বিধানসভা ভোটের পরে দেখে নেব। একটাও আসন পাবে না বিজেপি। সিপিএম-কংগ্রেস কয়েকটা আসন পাবে। আমাদের একটাই লক্ষ্য, বিজেপিকে বাংলা থেকে তাড়াব।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি শুধু মিথ্যে কথা বলে। ভোটের পরে পালিয়ে যায়। কী বলেছিল? উত্তরবঙ্গকে ‘সোনার বাংলা’ করে দেবো। আমরা সোনার বাংলা চাই না। খাদ্য, বস্ত্র, বাসস্থান চাই। বিজেপি কিছুই করে না, শুধু বড় বড় কথা বলে।’
মমতা বন্দ্যোপাধ্যায় আজ আরও বলেন, ‘আপনারা মনে রাখবেন তৃণমূল কংগ্রেস জীবনভর লড়ছে এবং লড়াই করতে থাকবে। কিন্তু বাংলা থেকে বিজেপিকে হঠিয়ে দেবে। দেশ থেকে তাড়াবে। এটা আমাদের অঙ্গীকার। আমরা কোনও ভয় পাই না। কেউ কেউ ভয়ে পালিয়ে যাচ্ছে।’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি নির্বাচনের সময় টাকা দেয়। আপনারা টাকা নিয়ে নেবেন কিন্তু বিজেপিকে ভোট দেবেন না।’ তিনি জোড়াফুলের তৃণমূলকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান।#