আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, রাশেদুল হাসান রাশেদ, যুগ্ম সম্পাদক, ঢাকা মহানগর পশ্চিম। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মাহফিদুল ইসলাম সবুজ, লতিফুল বাশার কাব্বি, এহছানুল হক, মাহমুদুল হক প্রমুখ।