প্রতারণার উদ্দেশে মির্জা ফখরুলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট: রিজভী

0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

রিজভী বলেন, ‘প্রতারণার উদ্দেশে কোনো প্রতারকগোষ্ঠী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, মতামত প্রকাশ করছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, বিএনপি মহাসচিব মহোদয়ের নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই এবং তিনি ফেসবুক ব্যবহার করেন না। ইতোপূর্বে তিনি এ বিষয়ে বেশ কয়েকবার গণমাধ্যমে প্রতিবাদ করেছেন এবং থানায় সাধারণ ডায়েরিও করেছেন। সুতরাং এই সমস্ত ভুয়া ফেসবুকের সাথে বিএনপি মহাসচিবের কোনো সংশ্লিষ্টতা নেই।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com