বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘প্রতারণার উদ্দেশ্যে কোনো প্রতারকগোষ্ঠী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, মতামত প্রকাশ করছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, বিএনপি মহাসচিব মহোদয়ের নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই এবং তিনি ফেসবুক ব্যবহার করেন না। ইতোপূর্বে তিনি এ বিষয়ে বেশ কয়েকবার গণমাধ্যমে প্রতিবাদ করেছেন এবং থানায় সাধারণ ডায়েরিও করেছেন। সুতরাং এই সমস্ত ভুয়া ফেসবুকের সাথে বিএনপি মহাসচিবের কোনো সংশ্লিষ্টতা নেই।’
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আমি দেশবাসীর জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো জালিয়াত চক্র বিএনপি মহাসচিবের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে তা ব্যবহার করছে। আমি এটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ফেসবুক কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।’