অ্যামাজনের জেফ বেজোস: সিইওর পদ ছেড়ে দায়িত্ব নেবেন নির্বাহী চেয়ারম্যানের
অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছাড়ছেন জেফ বেজোস। এ পদ ছেড়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন তিনি। বেজোসের উত্তরসূরী হবেন অ্যান্ডি জেসি, বর্তমানে তিনি অ্যামাজনের ক্লাউড ব্যবসার প্রধান হিসেবে কাজ করছেন।
২০২১ সালের দ্বিতীয়ার্ধে এ পরিবর্তনটি কার্যকর হবে বলে সংস্থাটি জানিয়েছে।
গতকাল মঙ্গলবার কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে জেফ বেজোস বলেন, ‘আমাজনের প্রধান নির্বাহীর দায়িত্ব অনেক বেশি। এই পদে থেকে অন্য কোনো কিছুতে মনোনিবেশ করা খুব কঠিন। এই দায়িত্ব ছাড়ার ফলে আমি নিজের নতুন দায়িত্বের অন্য কর্মকাণ্ডে মনোযোগ দেয়ার সুযোগ পাবো।’
বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বেজোস ১৯৯৪ সালে অ্যামাজন প্রতিষ্ঠা করেন। ওই সময়ে সাধারণ অনলাইন বই বিক্রেতা হিসেবে গ্যারেজে যাত্রা শুরু করা অ্যামাজন এখন অনলাইন রিটেইল জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠান। গোটা বিশ্বে অ্যামাজনের কর্মী সংখ্যা ১৩ লাখ।
করোনা মহামারীর জেরে আমেরিকাতেও আর্থিক দুরবস্থার মুখে মানুষ। কিন্তু ক্রমশই ফুলে ফেঁপে উঠছেন জেফ বেজোস। এই বছরের শুরুতে ৭৪ বিলিয়ন থেকে ১৮৯.৩ বিলিয়ন হয়ে গিয়েছে তার ধনসম্পদের মূল্য।