লৌহজংয়ে বিএনপির কম্বল বিতরণ

0

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্থানীয়দের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা খেতের পাড়া বাসষ্ট্যান্ডে খিঁদিরপাড়া ইউনিয়ন এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিএনপির সভাপতি হাজী আনিসুর রহমান আনসু শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান হাওলাদার লাভলু’র পরিচালনায় আলোচনা সভা ও কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ‘নিশি রাতের বিনা ভোটের অবৈধ দখলদার সরকারের কাছ থেকে কোন কিছুই আশা করা যায় না, বর্তমানে পুরো বাংলাদেশে পঁচাত্তরের একদলীয় রক্ষীবাহিনীর মতো দুঃশাসন চলছে। মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই, সকল কাজে এই সরকার তার ব্যর্থতার পরিচয় দিয়েছে। উন্নয়নের নামে লুটপাটের মহাউৎসব চলছে।’

তিনি বলেন, ‘সরকার জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েই ক্ষ্যান্ত হয়নি। তারা দলীয় সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্যে বাড়িয়ে এখন জনগণের ভাতের অধিকারও ছিনিয়ে নিচ্ছে।’

বিগত করোনা মহামারী ও বন্যায় বিপর্যস্ত এদেশের মেহনতী মানুষের পাশে সরকার সহযোগিতার হাত বাড়ায় নাই উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন বিগত করোনা মহামারী ও বন্যায় বিপর্যস্ত জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সারাদেশের নেতাকর্মীদের মেহনতী মানুষের পাশে সকল ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।’

বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের দুর্যোগ দুঃসময়ে জনগণের পাশে ছিলো এখনও আছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সারা দেশে বিএনপির নেতাকর্মীরা বিপর্যস্ত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আবারো মেহনতী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।‘

সভায় আরও বক্তব্যে রাখেন স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা এম শুভ আহামেদ, লৌহজং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা বিএনপি নেতা ওমর ফারুক অবাক, লৌহজং উপজেলা যুবদলের সাবেক সভাপতি মুক্তার হোসেন খান, লৌহজং উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এস এম মিরাজ, লৌহজং উপজেলা যুবদল নেতা আতাউর রহমান খান, লৌহজং উপজেলা যুবদল নেতা মনির হোসেন, লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা তানভীর আহমেদ অভি, লৌহজং উপজেলা যুবদল নেতা আলী মোহাম্মদ, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আওলাদ বেপারী,গাঁওদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রিপন তালুকদার, সাধারণ সম্পাদক মনজিল হোসেন, খিদিরপাড়া ইউনিয়ন যুবদল সভাপতি মাসুদ দেওয়ান ও সাধারণ সম্পাদক ওয়াসীম হাওলাদার, খিদিরপাড়া ইউনিয়ন সাবেক ছাত্রদলের সভাপতি শেখ মহসীন, খিদিরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হাসান, সাধারণ সম্পাদক মিজান সিকদার, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, মুন্সীগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি টিটু, লৌহজং উপজেলা ছাত্রদলের আহবায়ক মুরাদ হাসান,  সদস্য সচিব রানা হোসেন রনি, যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ আরিফ, যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ, অভি শেখ, মেহেদী হাসান বিদ্যুৎ খান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com