৬ সিটির মেয়র প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান

0

বিএনপি থেকে মনোনীত ছয় সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের সঙ্গে স্কাইপের মাধ্যমে বৈঠক করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ছয় সিটির মেয়র প্রার্থীরা।

তাদের সঙ্গে স্কাইপের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠক করেন তিনি।

 

বৈঠকে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, দক্ষিণের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সদ্য সমাপ্ত চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন, খুলনা সিটির প্রার্থী সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মনজু, বরিশাল সিটির প্রার্থী ও সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার ও রাজশাহী সিটির প্রার্থী সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

সূত্র জানায়, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনে দলের করণীয় বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.