জিয়াউর রহমানের সমাধিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির শ্রদ্ধা
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ হালিম, অধ্যাপক ইউনুচ চৌধুরী, মো. নুরুল আমিন, নুর মোহাম্মদ, আজম খান, জসিম শিকদার, কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহার, আব্দুল আউয়াল চৌধুরী, অ্যাডভোকেট এম এ তাহের, অধ্যাপক জসিম চৌধুরী, সেলিম চেয়ারম্যান, আবু আহম্মেদ হাসনাত, শাহীদুল ইসলাম চৌধুরী, সালাহ উদ্দিন সেলিম, ফকির আহম্মেদ, মাহবুব সাফা, মোবারক হোসেন কাঞ্চন, শওকত আলী নুর, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, অধ্যাপক মহসিন, সোলেমান মঞ্জু, জাকির হোসেন, আনোয়ার হোসেন, দিদারুল আলম মিয়াজী, রিপন তালুকদার, আলমগীর ঠাকুর, হাসমত আলী বাহাদুর, ডা. রফিকুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফসার জুয়েল, সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা তাঁতী দলের সভাপতি মো. সিদ্দিক, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কমিশনার, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শফিউল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক কবির চেয়ারম্যান, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক নার্গিস ভূঁইয়া ও নুরী মাহফুজা প্রমুখ।