বিশ্বে করেনায় মৃত্যু ২২ লাখ ৩৬ হাজার ছাড়াল

0

বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২২ লাখ ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। একই সাথে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ১০ কোটি ৩৩ লাখ ৭৯ হাজারে দাঁড়িয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ২২ লাখ ৩৬ হাজার ৫৫৯ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ৯৬৪ জনে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারী ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৯৬৩ জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ৪৩ হাজার ১৮৬ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় ও মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত প্রায় ১ কোটি ৭ লাখ ৫৮ হাজার এবং মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৩৯২ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৯২ লাখ ২৯ হাজারের অধিক এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২৫ হাজার ৯৯ জনের।

মেক্সিকো ১ লাখ ৫৮ হাজার ৫৩৬ জনের মৃত্যু নিয়ে এ ক্ষেত্রে তিন নম্বরে থাকালেও রোগীর সংখ্যা নিয়ে আছে ১৩তম অবস্থানে। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৬৪ হাজার ২৬০ জন।

রোগী শনাক্তের দিক দিয়ে উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো যুক্তরাজ্য (প্রায় ৩৮ লাখ ৪৭ হাজার), রাশিয়া (৩৮ লাখ ২৫ হাজারের বেশি), ফ্রান্স (৩২ লাখ ৬০ হাজারের অধিক) ও স্পেন (২৮ লাখ ২৩ হাজারের মতো)।

মৃতের দিক দিয়ে বিশ্বে পঞ্চম স্থানে আছে যুক্তরাজ্য (১ লাখ ৬ হাজার ৭৭৪ জন)। তারপরে ইতালিতে ৮৮ হাজার ৮৪৫ জন, ফ্রান্সে ৭৬ হাজার ৬৫৭ জন ও রাশিয়ায় ৭২ হাজার ৪৫৬ জন মারা গেছেন।
সূত্র : ইউএনবি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com