অবৈধ বালু উত্তোলনের ছবি তোলায় সাংবাদিককে গাছে বেঁধে মারধর

0

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তুলতে যাওয়ায় কামাল হোসেন নামে স্থানীয় সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ওই সাংবাদিককে প্রথমে তাহিরপুর হাসপাতাল পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার বাদাঘাট যাদুকাটা নদীর ঘাগটিয়া এলাকাই এই ঘটনা ঘটে।

কামাল হোসেন দৈনিক সংবাদ ও সিলেটের আঞ্চলিক পত্রিকা দৈনিক শুভ প্রতিদিনের তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। এ ছাড়া তিনি উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক।

আহত সাংবাদিক কামাল হোসেন জানান, তিনি সোমবার দুপুরে উপজেলার যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদের জন্য ছবি নিতে সেখানে গিয়েছিলেন। কাজ শেষে তিনি এলাকার একটি দোকানে বসে অন্যদের সঙ্গে কথা বলছিলেন। তখন ঘাগটিয়া গ্রামের মাহমুদুল ইসলাম, দীন ইসলাম ও রইস উদ্দিন গিয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরে তারা তাকে ধরে এনে বাজারের একটি গাছে দড়ি দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে কামাল হোসেনের পরিবারের লোকজন স্থানীয় বাদাঘাট ফাঁড়ি থেকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করেন। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

কামাল হোসেন আরো জানান, তাকে বেধড়ক মারধর করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় কপাল কেটে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার মোবাইল ফোন ক্যামেরা ও মোটরসাইকেল নিয়ে গেছে। তিনি থানায় মামলা দায়ের করবেন।

তাহিরপুর তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে জানিয়েছেন, সাংবাদিককে মারধরের খবর পেয়ে তার পরিবারের সদস্যদের নিয়ে সেখানে গিয়েছিলেন। ঘটনাস্থলে পুলিশ আছে, লিখিত অভিযোগ পাওয়ার পর আরো ব্যবস্থা নেয়া হবে। ঘটনাটি তদন্ত করে দেখা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com