অবরুদ্ধ গাজায় ৩৬০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তার ঘোষণা দিল কাতার

0

ফিলিস্তিনের গাজা উপত্যাকায় ৩৬০ মিলিয়ন ডলার সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে কাতার। ২০২১ সালে পুরো বছরজুড়ে এ অর্থ পাঠাবে দেশটি।

কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (কিউএনএ) এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ ফিলিস্তিনি জনগনের চরম দুরাবস্থায় কাতার সরকারের পক্ষ থেকে এ সহায়তা করা হচ্ছে। গাজার উপত্যাকার কর্মচারিদের বেতন আদায়, অসহায়-নিঃস পরিবারকে সহায়তা, বিদুৎ উৎপাদন কেন্দ্র চালুতে এ অর্থ ব্যয় করা হবে।

জানা যায়, রবিবার (৩১ জানুয়ারি) কাতার সরকারের ৩০ মিলিয়ন ডলার সহায়তা এসে পৌঁছেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন গাজা পুনর্গঠন কমিটি অসহায় পরিবারকে সহায়তা প্রদানে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে।

হামাসের জ্যেষ্ঠ নেতা ইসমাইল হানিয়াহ বলেন, ‌গাজা উপত্যাকায় কঠিন অবরোধের সময় দোহার সহায়তা বড় সহায়ক ভূমিকা পালন করবে। কাতার ও ফিলিস্তিনি জনগনের মধ্যে আত্মিক সম্পর্কের বহিঃপ্রকাশ।

ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় কাতার আমিরের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com