হামলা-মামলা, গুম-খুন, ক্রসফায়ার বন্ধ করুন: ইবরাহিম
আপনার (প্রধানমন্ত্রী) চারপাশের চাটুকাররা আপনাকে অন্ধ করে রেখেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।
সোমবার (০১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাবেক সেনা কর্মকর্তা জেনারেল ইবরাহিম এ কথা বলেন।
কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, আবোল-তাবোল বলে জাতিকে ভুল বোঝানো উচিত না। দেশের মানুষকে এতো বোকা ভাববেন না। আপনার চারপাশে চাটুকাররা আপনাকে অন্ধ করে রেখেছেন। দয়া করে চোখ খুলে জনগণের মনের কথাটা বুঝুন। হামলা-মামলা, গুম-খুন, ক্রসফায়ার বন্ধ করুন।