সুচিসহ অন্য বন্দীদের ছেড়ে দেয়ার আহ্বান ব্লিনকেনের
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন মিয়ানমারের সামরিক নেতাদের দেশটির রাজনৈতিক নেতা অং সান সুচিসহ বন্দী সব নেতা ও রাজনৈতিক কর্মীদের ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। রোববার দেশটিতে সেনা অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হলে এক বিবৃতিতে এই আহ্বান জানান ব্লিনকেন।
ব্লিনকেন বলেন, মিয়ানমারে বেসামরিক নেতা ও সরকারি কর্মকর্তাদের গ্রেফতারিতে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ ও সতর্কতা’ প্রকাশ করছে।
তিনি বলেন, ‘আমরা বার্মিজ সামরিক নেতাদের আহ্বান জানাচ্ছি সকল সরকারি কর্মকর্তা ও বেসামরিক নেতাদের মুক্তি দেয়ার এবং বার্মার জনসাধারণের ইচ্ছাকে সম্মান করার যা ৮ নভেম্বরের গণতান্ত্রিক নির্বাচনে প্রকাশ পেয়েছে।’
ব্লিনকেন বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র বার্মার জনগণের গণতন্ত্র, স্বাধীনতা, শান্তি ও উন্নয়নের আকাঙ্ক্ষার পাশে রয়েছে। সামরিক বাহিনীর অবিলম্বে এই পদক্ষেপ প্রত্যাহার করা উচিত।’
এ দিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরাইজ পেইন জানিয়েছেন, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ার সরকার গভীরভাবে উদ্বিগ্ন।
সূত্র : রয়টার্স