নাগারনো-কারাবাগে যৌথ মনিটরিং সেন্টার চালু করেছে তুরস্ক ও রাশিয়া

0

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি তদারক করতে নাগরনো কারাবাখে যৌথ মনিটরিং সেন্টার চালু করেছে তুরস্ক ও রাশিয়া।

(৩০ জানুয়ারি) থেকে এই সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে।

নাগরনো কারাবাখের আগদাম অঞ্চলের মেরজিলি গ্রামে নির্মিত এই সেন্টারটি রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান-আর্মেনিয়ার যুদ্ধবিরতি চুক্তি তদারক করবে।

১০ নভেম্বর চুক্তির পর তুরস্ক ও রাশিয়া আর্মেনিয়ার নিয়ন্ত্রণমুক্ত করা আজারবাইজানের ভূমিতে শান্তি চুক্তি রক্ষা যৌথভাবে তদারক করার একটি স্মারকচুক্তি স্বাক্ষর করে।

যৌথ মনিটরিং সেন্টারটির উদ্বোধনী অনুষ্ঠানে আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী জাকির হাসানভ, তুরস্কের প্রতিরক্ষা উপমন্ত্রী ইউনুস এমরে কারাওসমানওলু ও রাশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী আলেকজান্ডার ফোমিন উপস্থিত ছিলেন।

যৌথ এই মনিটরিং সেন্টারে ৬০ তুর্কি সৈন্য ও ৬০ রুশ সৈন্য মোতায়েন থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com