আমরা সর্বশক্তি দিয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াবো: জর্দান এর রাজা

0

জর্ডান এর রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, জর্ডানের জন্য ফিলিস্তিন ইস্যু খুবই গুরুত্বপূর্ণ। সর্বশক্তি দিয়ে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াবো যেন তারা তাদরে বৈধ অধিকার ফিরে পেতে পারে।

জর্ডানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

দ্বিতীয় আবদুল্লাহ বলেন, ফিলিস্তিন ইস্যুর সমাধান ছাড়া শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়। পবিত্র জেরুসালেম নগরীতে মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণে আম্মানের দায়বদ্ধতা অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী জর্ডান আল আকসা মসজিদের তত্ত্বাবধানকারী বৈধ কর্তৃপক্ষ। দেশটির নিযুক্ত একটি পরিষদ জেরুসালেমে ইসলামি স্থাপনাগুলোর দেখভাল করে থাকে।

এমন সময়ে জর্ডানের রাজা ফিলিস্তিন ইস্যু সমাধানের তাগিদ দিলেন যার কদিন আগেই ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে দুই রাষ্ট্রভিত্তিক মীমাংসার পক্ষে নিজেদের অবস্থানের কথা জানায় আমেরিকার নতুন প্রশাসন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com