প্রতারণা করে ১০ কোটি টাকা হাতিয়ে নিলেন শ্রমিকলীগের সভাপতি

0

অনলাইনভিত্তিক মাই ন্যাশনাল আইটি কোম্পানির নামে গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কুমিল্লার মুরাদনগর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মহসিন হায়দার ও তার সহযোগী আলাউদ্দিনকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।

আটককৃত মহসিন হায়দার (৪০) মুরাদনগর সদর উত্তরপাড়া শানু মোল্লার ছেলে। আলাউদ্দিন (৩৫) পাশ্ববর্তী দেবিদ্বার উপজেলার নারায়ণপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ছয় মাস ধরে মুরাদনগর উপজেলা সদরে চলছিল মাই ন্যাশনাল আইটি নামের কোম্পানির প্রতারণা। এই সময়ের মধ্যে চক্রের দুই সদস্য মুরাদনগর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মহসিন হায়দার ও আলাউদ্দিন হাতিয়ে নিয়েছে প্রায় ১০ কোটি টাকা। তারা মুরাদনগর উপজেলা সদরের ফায়ার সার্ভিসের পেছনে হুমায়ুন ভিলার তৃতীয় তলায় অফিস কক্ষ ভাড়া নেয়। এই প্রতিষ্ঠানে বসে বায়োফ্লক মাছের প্রজেক্ট, ক্যাটারিং প্রজেক্ট, অনলাইন টিভি চ্যানেল, ন্যাশনাল আইটি সেক্টর, ন্যাশনাল ই-কমার্সসহ ঢাকা ও গাজীপুরে ৩৬ শ’ বিঘার উপর রিসোর্টের নামে শেয়ার বিক্রি করে।

এ ব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাদেকুর রহমান জানান, ছয় শ’ দিনে টাকা দ্বিগুণ করার লোভ দেখিয়ে ‘মাই ন্যাশনাল আইটি ও এক্টিভ বাজার’ গ্রাহকদের সাথে প্রতারণা করছিল। তাদের কোনো বৈধ কাগজপত্র ছিল না। কয়েকজন প্রাহকের অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় ভুক্তভোগী আবু বক্কর থানায় একটি মামলা দায়ের করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com