পশ্চিম বাংলায় আসতে চেয়ে মমতা বন্দোপাধ্যায়কে চিঠি দিলেন টাটার কর্ণধার

0

টাটার ছোট গাড়ির কারখানা ন্যানো সিঙ্গুর থেকে সরিয়ে নেয়ার আন্দোলন মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার সোপান গড়ে দিয়েছিল। ন্যানো রাজ্য থেকে চলে যাওয়ার পর রতন টাটা বলেছিলেন, এই রাজ্যে শিল্প গড়তে আর টাটারা আসবে না। সেই রতন টাটাই আবার বিধানসভা ভোটের প্রাক্কালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠি লিখেছেন যে টাটারা পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন করতে চায়। টাটা সংস্থার পূর্বাঞ্চলীয় অধিকর্তা শান্তনু বন্দোপাধ্যায় এই চিঠি নবান্নে পৌঁছে দিয়েছেন। হঠাৎ বিধানসভা ভোটের আগে এই চিঠি রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। হাওয়া মোরগের মতো টাটা গোষ্ঠী কি আগেই অনুমান করেছে তৃণমূলই কি রাজ্যে ক্ষমতায় আসছে? নাকি বিজেপি আসছেই জেনে তারা সরকারের কাছে আগাম দরবার করে রাখলো? যাই হোক না কেন টাটার এই চিঠি যে যথেষ্ট আগ্রহ সৃষ্টি করেছে তা বলাই বাহুল্য। উল্লেখ্য, রাজারহাটে টাটা ক্যান্সার হাসপাতাল ছাড়া রাজ্যে এখন টাটার সরাসরি কোনো উদ্যোগ নেই। টাটারা এই রাজ্যে এলে রাজ্যের শিল্প ক্ষেত্র যে সমৃদ্ধ হবে তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com