চীনকে টেক্কা দিয়ে এবার অরুণাচলে সামরিক ঘাঁটি বানাচ্ছে ভারত

0

চীন আগেই অরুণাচলের বিতর্কিত অঞ্চলে গ্রাম বানিয়েছে। এবার চীনকে টেক্কা দিয়ে তাদের গতিবিধির দিকে কড়া নজর রাখতে অরুণাচল সীমান্ত গ্রামে সামরিক ঘাঁটি বানাচ্ছে ভারত।
জানা গেছে, অরুণাচলের পশ্চিম সিয়াং জেলায় ইয়রনি টু গ্রামে ঘাঁটি বানাচ্ছে ভারতীয় সেনা। এই এলাকা সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে। ওই গ্রামে দেড়শ মানুষের বসবাস ছিল।

অন্যদিকে, নিয়াংচিতে সামরিক গ্রাম তৈরি করেছে চীন। সম্প্রতি উপগ্রহ চিত্রে সেই ছবি ধরা পড়ে। এরপরই সীমান্ত গ্রামে সামরিক ঘাঁটি বানানোর সিদ্ধান্ত নিল ভারত।
সীমান্তে চরম উত্তেজনার মাঝে এই সামরিক ঘাঁটি বানানোর উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ভারতের এই সিদ্ধান্তে  উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com