ফেনীতে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, হামলায় দুই প্রার্থী আহত
ফেনী পৌরসভা নির্বাচনে কয়েকটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের একটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলায় দুই কাউন্সিলর প্রার্থী আহত হয়েছেন। পৌরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ডালিম প্রতীকের তাজুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে পশ্চিম রামপুর সাইদী-মেহেদি পৌর বালিকা বিদ্যালয় কেন্দ্রে পাশে ৬/৭টি ককটেল বিস্ফোরণ ঘটে। তিনি কেন্দ্রে গিয়ে ভোট দিতে চাইলে আওয়ামী লীগ সমর্থীত কাউন্সিলর প্রার্থী উট পাখি মার্কার
দিদারুল ইসলাম দিদারের সমর্থকরা তাকে কুপিয়ে আহত করে। তার এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেয়। এ কেন্দ্রের গাজর প্রতীকের নুরুল ইসলাম জানান, রাত থেকেই বহিরাগত সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে রাখে। সকালে তাকে বেধড়ক পিটিয়ে আহত করেছে। এ কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে দেয়া হচ্ছেনা। নারী ভোটারদেরও লাঞ্ছিত করেছে বহিরাগতরা।