আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে পরিকল্পিতভাবে হত্যা করেছে: ইবরাহিম বীরপ্রতীক
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে ‘সহিংসতা, প্রাণহানি ও অনিয়মের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান তিনি।
তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে। অনিয়ম, সহিংসতা ও রক্তপাত ঠেকাতে পারেনি প্রশাসন। বিরোধী দলের সমর্থকদের ওপর হামলার দায়ও সরকার এড়াতে পারে না।’
মুহাম্মদ ইবরাহিম আরও বলেন, ‘ভোটকেন্দ্রের গেটে জটলা, ভেতরে ভোটার নেই। ইভিএমের গোপন কক্ষে দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি; এসব কিছুই প্রমাণ করে যে— এ সরকার গণতন্ত্রকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। যেন-তেনভাবে ক্ষমতায় টিকে থাকাই তাদের উদ্দেশ্য।’
শুধু চট্টগ্রাম সিটির এ নির্বাচন নয়, এ সরকারের অধীনে অতীতের একটি নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে উল্লেখ করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান।